মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশা বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দের আয়োজনে
বাৎসরিক অগ্নি নির্বাপন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে!
“বানিয়াচং ফায়ার সার্ভিসের সহায়তায় আজমিরীগঞ্জ থানা পুলিশ ও শিবপাশা পুলিশ ফাড়িঁ কর্তৃক বাৎসরিক অগ্নি নির্বাপন প্রশিক্ষন অনুষ্ঠিত”
বৃহস্পতিবার( ১৭ নভেম্বর ২২) ইং দুপুর ১১ ঘঠিকায় বানিয়াচং ফায়ার স্টেশনের একটি সুসজ্জিত টিম আজমিরীগঞ্জ থানা কম্পাউন্ডে এবং শিবপাশা পুলিশ ফাঁড়ি কম্পাউন্ডে ০১(এক)দিনের অগ্নি নির্বাপন প্রশিক্ষন প্রদান করেন!
হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক পুলিশ ভবন সমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ০১(এক)দিনের বাৎসরিক অগ্নি নির্বাপন প্রশিক্ষন সম্পন্ন করার নির্দেশনা রয়েছে!
উক্ত প্রশিক্ষনে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা ও শিবপাশা পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল অফিসার ও ফোর্স অংশগ্রহন করেন।