মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবরা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তি কে অর্থদন্ড প্রদান করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন!
সোমবার (১৪ নভেম্বর২২) ইং দুপুর ১২ ঘঠিকায় অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন!
অবৈধ ভাবে ইজারা বহির্ভুত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে শফিক মিয়া(২৬) এক ব্যক্তিকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।