মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রাম থেকে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ!
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা বেগম (৫০) ধুলিয়াখাল গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল প্রায় ৭ টার সময় মাহমুদার ঘরের দরজা না খোলায় আশেপাশের বাসিন্দাদের সন্দেহ হয়।
পরে তারা ওই ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান ওই মহিলা গলায় কাপড় পেচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
পরবর্তীতে তাড়াহুড়ো করে মহিলাকে নামিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তোজা জানান , প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মাহমুদা আত্মহত্যা করেছে তবে লাশ ময়নাতদন্তের পর বোঝা যাবে প্রকৃত ঘটনা কি।