মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের অভিযানে চোরাই গরুসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার( ৩০ আগষ্ট২২) ইং সকলে বানিয়াচং থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে চোরাই গরু উদ্ধার ও আসামি গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন।
পুলিশ সুত্রে জানা যায়
রবিবার হবিগঞ্জ সদর থানা ও বানিয়াচং থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এতে বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র জামির আলী (২৮) ও একই এলাকার বজলু মিয়ার পুত্র রুবেল মিয়াকে চোরাই গরুসহ গ্রেফতার করা হয়।
এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাকে আটক করা হয়।
গরুর মালিক দৌলতপুর গ্রামের মৃত শেখ মোহাম্মদ ফজর উদ্দিনের ছেলে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি জানান থানা পুলিশের অভিযানে চোরাই গরু ও আসামি গ্রেফতার করা হয়!