মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ২৬ হাজার ৮ শ টাকাসহ ৭ জুয়ারিকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২২)ইং বিকেলে হবিগঞ্জ বিচারিক আদালতে ৭ জুয়ারীকে সোপর্দ করেন বানিয়াচং থানা পুলিশ!
পুলিশের সুত্রে জানা যায় বুধবার দিবাগত মধ্যে রাতে বানিয়াচং উপজেলা ৩ নং বানিয়াচং দক্ষিন পূর্ব ইউনিয়নের ইনাতখানী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত জুয়ারীরা হলেন- বানিয়াচং উপজেলার দক্ষিন নন্দীপাড়া গ্রামের সালামত আলীর ছেলে আমির উদ্দিন (৩২),একই উপজেলার নাগের খানা গ্রামের মহিবুর রহমানের ছেলে সাকিল হোসাইন (২৫),পাড়াগাও গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মোসাদ্দেক মিয়া (২৮),নন্দীপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুম মিয়া (২৩),ভাদাউড়ি গ্রামের শফিক মিয়ার ছেলে শাহিনুর মিয়া (২৮)ইনাতখানী গ্রামের তজু মিয়ার ছেলে টেনু মিয়া (৩০), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে লুকু মিয়া (৩০)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করেন!
তিনি জানান মাদক জুয়া চুরি ডাকাতি অন্যায় জুলুম অত্যাচার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।