মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ!
সোমবার (০৫সেপ্টেম্বর ২২)ইং বিকেলে হবিগঞ্জ জেলা বিচারক আদালতে বানিয়াচং থানা পুলিশ মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন!
পুলিশ সুত্রে জানা যায়
গত রাতে ০৩.১৫ ঘটিকার সময় অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ এর নেতৃত্বে এসআই সন্তোষ চৌধুরী, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী তোফাজ্জল মিয়া (৩৭) পিতা- মৃত মতিউর রহমান, সাং- ঠাকুরাইন দিঘির পূর্ব পাড়, ০৩নং ইউ/পি, ০৮নং ওয়ার্ড, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে ৫৬(ছাপ্পান্ন) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয় টি নিশ্চিত করেন বানিয়াচং থানা পুলিশের ইনচার্জ অজয় চন্দ্র দেব।
তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছেন।