মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে তাস খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার (২৬ অক্টোবর ২২) ইং দুপুরে হবিগঞ্জ বিচারক আদালতে ৬ জুয়ারি কে সোপর্দ করেন!
লাখাই থানা পুলিশের সুত্রে জানা যায়, লাখাই থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে এসআই সদরুল হাসান খান, এসআই মিজান উল হক, এসআই শৈলেশ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে পশ্চিম দিকে থেকে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ও নগদ ৫ হাজার ২শত টাকাসহ তেঘরিয়া গ্রামের ছোয়াব আলীর ছেলে ফারক মিয়া(২৯) মৃত গনি মিয়ার ছেলে এংরাজ মিয়া (৬২) মৃত আলী হেসেনের ছেলে মজিবুর রহমান (৫৫) মহরম আলীর ছেলে মোঃ হেলিম মিয়া (৪২) মৃত ছোরাব আলীর ছেলে জহির মিয়া(৪৮) কে আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আসামীদের কে বুধবার (২৬অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন