মীর দুলাল -হবিগঞ্জ
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে বিষ্ফোরক ও পুলিশ অ্যাসল্ট মামলার ২ আসামীকে গ্রেপ্তার করছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১১ঘঠিকায় বুল্লা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এস আই দেবাশিষ তালুকদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স!
গ্রেফতার হওয়া আসামীরা হলেন সিংহগ্রামের মিয়া হোসেনের ছেলে রবিউল মিয়া ইয়াকুব মিয়ার ছেলে শফিকুল ওরপে শাবাল মিয়া।
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম!
তিনি জানান আসামীদেরকে বিকেলে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞ আদালত আসামী দের কারাগারে প্রেরণ করার নিদর্শনা দেন!