মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে বুল্লাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদন্ড ও নিষিদ্ধ ও নকল পন্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ নভেম্বর২২) ইং দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে বুল্লা বাজারে পাঁচ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেন!
লাখাইর বুল্লা বাজারে মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের সাথে চরম প্রতারণার অভিযোগ পাওয়া গেছে একদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া অন্যদিকে প্রতি কেজিতে কাগজের কার্টুন ব্যবহার করা হচ্ছে দুশত হতে আড়াইশ গ্রাম।
এতে করে ক্রেতা সাধারণ প্রতারিত হচ্ছে। পচা বাঁশি ও বিভিন্ন অনিয়ম রোধকল্পে অভিযান পরিচালনা করেন।
দই বিক্রি করতে তাদের উৎপাদনের তারিখ ও মূল্য তালিকার স্টিকার লাগানোর কথা থাকলেও নির্দেশ মানছে না।
ভেজাল রোধে ওজনে কম দেওয়া মিষ্টির প্যাকেট নির্ধারিত ওজনের চেয়ে বেশি থাকার কারণে বুল্লা ভিতর বাজারের আদর্শ মিষ্টান্ন ভান্ডার কে তিন হাজার টাকা, পবীন্দ্র মিষ্টান্ন ভান্ডার কে ৩ হাজার টাকা।গাফফার স্টোর কে ৬০০০ টাকা, রুবেল স্টোর কে ৫০০০ টাকা শিফন স্টোর কে ৫০০০ টাকা জরিমানা করেন।
অভিযান কালে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাচ্চু বিড়ি ও নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।
এ সময় সহযোগিতা করেন র্যাব ৯ (শায়েস্তা) হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ।