স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উদ্যোগে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি অর্জন অবহিত করেন জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
হবিগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার(০৭সেপ্টেম্বর)সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হবিগঞ্জের উপ-পরিচালক বিজেন ব্যানার্জি।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, ইউনিয়ন পরিষদ আমাদের দেশের আদিমতম প্রতিষ্ঠান। দেশের উন্নয়ন করতে এই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য এলজিএসপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নারীর ক্ষমতা বৃদ্ধি, মাঠ পর্যায়ে তৃনমূল মানুষ, গ্রামীন উন্নয়নে এই প্রকল্প কাজ করে। তাই সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।