মীর দুলাল -হবিগঞ্জ
হবিগঞ্জে আগুনে পুড়ে নিহত হয়েছে ঘুমন্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল।
মঙ্গলবার( ০৫ ডিসেম্বর২২) ইং ভোর রাত সারে ৪ ঘঠিকায় শহরের ২নং পুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ (৩২) জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন।
তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার কনস্টেবল নং ৫৭৯। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
এ বিষয়ে টি যাচাই-বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।