মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জে ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর,২২) ইং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ল্যাপ টপ বিতরণী অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন সেরা ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ এবং সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার একজন বিজয়ীকে স্মার্টওয়াচ ও ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহান সেরা ফ্রিল্যান্সারদেরকে ল্যাপটপ এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলমসহ জেলার সম্মানিত ব্যক্তিবর্গ।