মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে!
সোমবার (১৮ অক্টোবর২২) ইং সকাল ৯ ঘঠিকায় হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে কালেক্টর প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়!
হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শিশুদেরকে নিয়ে বেলুন ওড়ানো ও কেক কাটা হয়। শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিটিভিতে সম্প্রচারিত কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।