মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জে শহরের ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ নভেম্বর ২২) ইং দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বণার্লী পাল।
তিনি সন্ধ্যা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিরাপদ খাদ্য ও বাজার মনিটরিং এর বিষয় টি নিশ্চিত করেন!
শহরে বিভিন্ন পণ্যে বিক্রয় মূল্য তালিকা না থাকায় প্রাইম ফুডকে এক হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ম্যাংগো রেষ্টুরেন্টকে এক হাজার ও ব্যাক রোডে অবস্থিত গার্ডেন ক্যাফে মূল্য তালিকা না থাকায় এক হাজারসহ মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া ম্যাংগো রেষ্টুরেন্টকে পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে সর্তক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পুলিশের একদল সদস্য সহায়তা প্রদান করেন