এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহা আলম এর নেতৃত্বে দোয়ানী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিঃ আলী ২ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালিয়ে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ্য দোয়ানী তিস্তা ব্যারেজের ১নং চেকপোষ্টের সামনে থেকে মাদক ব্যবসাহী মোঃ আবু সাঈদ ওরফে আবু হোসেন ওরফে আবু সামা (২৪), পিতা-মোঃ জাফর আলী, মাতা-মোছাঃ নবিনা বেগম, সাং-উত্তর সিংগীমারী ৭নং ওয়ার্ড, মোঃ হৃদয় হোসেন ওরফে রিদয় (২০), পিতা-মোঃ আয়নাল মিস্ত্রি, মাতা-মৃত-ফরিদা বেগম, সাং-টংভাঙ্গা ২ নং ওয়ার্ড, বর্তমান ঠিকানা- মামা মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত-আজিবর রহমান, সাং-পূর্ব সারডুবি ৯নং ওয়ার্ড, উভয় থানা-হাতীবান্ধা জেলা-লালমনিরহাটদ্বয়কে ৯০ ( নব্বই) বোতল ফেন্সিডিল একটি মোটরসাইকেলসহ আটক করেন এবং অপর আসামী মোঃ আলম হোসেন পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার একটি মামলা দায়ের করেন হাতীবান্ধা থানা পুলিশ যাহার মামলা নং ০৩, তারিখ- ০২/০৯/২০২২ ইং, জিআর নং ১৮৯/২২(হাতী ), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) টেবিলের ১৩(গ)/৩৮/৪১।
গ্রেফতারকারী অফিসার এসআই(নিঃ)/ মিঃ আলী সঙ্গীয় এএসআই মোঃ সাদেকুল ইসলাম।