শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

হিলিতে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

Reporter Name / ১৭৩ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ আসাদুজ্জামান আসাদ (৪৮) ও তার স্ত্রী লতিফা বেগম (৩৫) নামের ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত. কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮) ও তার স্ত্রী লতিফা বেগম (৩৫)।

বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকায় সিপিরোড হতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার হিলি সিপি দিয়ে ভারতীয় ফেন্সিডিল জয়পুরহাট যাবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উত্তর বাসুদেবপুর সিপি রোড হতে হিলি বাজারগামী রাস্তা সংলগ্ন মানী ফিস পয়েন্ট এ্যান্ড এ্যাকুরিয়াম হাউস এর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল এ একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com