নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে এই আনন্দ র্যালির আয়োজন করে হোসেনপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ।
বর্ণাঢ্য আনন্দ র্যালিটি হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন-হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিজ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জিনারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিত, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, পৌর কাউন্সিলর মো. কাজল মিয়া, আবুল হোসেন ফারুকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।