শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

হোসেনপুরে শীতবস্ত্র নিয়ে দরিদ্র শীতার্তদের পাশে সৈয়দ টিটু

রির্পোটারের নাম / ৭০ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৮:০১ অপরাহ্ণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে শীতবস্ত্র নিয়ে দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, বিসিবি’র সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

গত শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে হোসেনপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থবিধি মেনে পাঁচ শতাধিক দরিদ্র শীতার্তের হাতে তিনি কম্বল তুলে দিয়েছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, করোনাকালে আমরা কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার বিপর্যস্থ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। কিশোরগঞ্জ ও হোসেনপুরসহ সারা জেলার আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষকে সহায়তা করতে। আমরা আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়ন করতে আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা সামাজিকভাবে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।

হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক মকবুল হোসেনের সার্বিক পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন-হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাবেক ভিপি শেখ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য বাছির উদ্দিন রিপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন প্রমুখ।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব কামরুজ্জামান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী, ছাত্রলীগ নেতা কাজী আবেদীন সোলাইমান, জেলা যুবলীগ নেতা আবু তালেব আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু কিশোরগঞ্জ সদরের যশোদল, কর্শাকড়িয়াইল ও দানাপাটুলি ইউনিয়নে ছয় শতাধিক দরিদ্র শীতার্তকে কম্বল দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com