স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেলুন উড়িয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ এর অধ্য প্রফেসর মো: আমান উল্লাহ্। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিা অফিসার মো: রফিকুল ইসলাম, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিকিা নাছিমা আক্তার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।