রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

৭ দিনেও ত্রিশাল মোক্ষপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হকের সন্ধান মিলেনি

Reporter Name / ১৮২ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ১১ মে, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ঃ ত্রিশাল থানাধীন মোক্ষপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক মাস্টার (৮৫) গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি দীর্ঘ সময় ভালুকা উপজেলার বরাইদ শহীদ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন। পরিবার সূত্রে জানাযায় গত বুধবার (৪ মে) তার নিজ গ্রাম মোক্ষপুরে নিজ মহল্লার মসজিদে মাগরিবের নামাজ পড়েন।
একজন অটোরিক্সা চালকের মারফতে জানা গেছে মসজিদের কাছ থেকে অটোরিক্সা করে বগারবাজার চৌরাস্তায় গিয়ে নামেন। পরবর্তীতে জানাযায় তিনি ভালুকা যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন কিন্তু বয়স্ক লোক দেখে কোন গাড়ি চালক তাকে উঠাতে চাচ্ছিলনা আর নিজেও উঠতে পারছিলেন না। হঠাৎ আব্দুল হক মাস্টারের সঙ্গে প্রাক্তন দুইজন ছাত্রের দেখা হয়। তারা জানতে চাইলে তিনি বলেন আমি ভালুকা যাব কিন্তু গাড়ি পাচ্ছিনা। স্বাভাবিক ভাবেই তারা সহযোগিতা করে আব্দুল হক মাস্টারকে ভালুকার একটি গাড়িতে তোলে দেন এবং ভাড়াও দিয়ে দেন।
তিনি বয়সজনিত কিছু শারীরিক সমস্যা ছাড়া মোটামুটি সুস্থ জীবন যাপন করছিলেন। কোনরকম পারিবারিক বা মানসিক সমস্যাও তার নাই বলে তাঁর পুত্র-কন্যা-স্ত্রী নিশ্চিত করেছেন।
পরিবার-প্রতিবেশী-আত্মীয় এবং কাছের-দূরের অনেকেই নানাভাবে খোঁজাখুঁজি করে আজও কোন সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজের সময় তার পড়নে ছিল লুঙ্গি ও সাদা পাঞ্জাবি।
এব্যাপারে ত্রিশাল থানায় একটি জিডি নং-১৬১ করা হয়।
আব্দুল হক মাস্টারের সন্ধ্যান না পেয়ে তার পরিবারের লোকজন আশংকা গ্রস্থ হয়ে পড়েছেন। যদি কোনো হৃদয়বান ব্যাক্তি আব্দুল হক মাস্টারের সন্ধ্যান পেয়ে থাকেন তবে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
০১৭৭৭-৩১৩৬৪৫, ০১৭১৯৮৬৪৩৯৫, ০১৭৯৩৫৬১৯০৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com