এনামুল হক ছোটনঃ
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোমনাথ সাহা। এরই ধারাবাহিকতা ৯নং ভাংনামারি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও তৃণমূল আওয়ামী লীগের নেতা – কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সোমনাথ সাহা। সভায় উপস্থিত ছিলেন ৯নং ভাংনামারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবঃ সার্জেন্ট মোঃ নুরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক জাকির হাসনাত দুলন, ৮ নং ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজিমউদ্দিন, ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার, গৌরিপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, ৩নং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ৪ নং মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ কালন,
৫নং সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী রুহি আচার্য্য, ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টারসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় গৌরিপুর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগকে সমন্বয় করে দলকে শক্তিশালী করার জন্য একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সোমনাথ সাহা । উপস্থিত সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।