দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সংক্ষিপ্ত সামরিক আইন ঘোষণার পর শনিবার অভিশংসন এড়াতে সক্ষম হয়েছেন। তার শাসকদলের আইন প্রণেতারা এদিন ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। তবে পার্লামেন্টের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ইওল পুরো জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে চমকে দেন।
তিনি বেসামরিক শাসন স্থগিত করে পার্লামেন্টে সেনা পাঠানোর ঘোষণা দেন। তবে আইন প্রণেতাদের চাপে তিনি ঘুরে দাঁড়াতে বাধ্য হন। এরপর বিরোধী দলগুলো অভিশংসনের প্রস্তাব করে, যা পাস হওয়ার জন্য পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ইওলের পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রায় সব সদস্য ভোট বয়কট করার কারণে তা ব্যর্থ হয়।