মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলক-মামুনসহ পাঁচজন

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানের আদালত এই আদেশ দেন।গ্রেপ্তার অন্য দুজন হলেন- যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন। এদিন সকাল ৯টার দিকে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তাদের আবেদন মঞ্জুর করেন গ্রেপ্তারের আদেশ দেন বিচারক।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলাতেও সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com