ঈশ্বরগঞ্জ সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুল বারের ফকির(৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আঠারো বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষা এলাকার কৃষি বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল বারের ফকির ঈশ্বরগঞ্জের মহেশপুর গ্রামের ক্বারী মোঃ এয়াজেদ আলীর ছেলে।
পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, আব্দুল বারের ফকির ১৯৮০ সনের যৌতুক নিরোধ আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হয়ে এক বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা দন্ড অনাদায়ে আরও ১৫ দিন বীনাশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়ে পলাতক ছিলেন।
রায়ের বাজার আঠারো বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনসুর আলী ও ফোর্সদের সহায়তায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সে সাজাপ্রাপ্ত আসামি।