• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
নোটিশ:
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন বিডি ২৪ ক্রাইম ওয়েবসাইটে...

ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

অনলাইন  ডেস্ক: নমেবলের বয়সভিত্তিক টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতেই এই জয়ে উজ্জীবিত আলবিসেলেস্তেরা। শনিবার (২৫ জানুয়ারি) ভেনেজুয়েলার মিসায়েল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। দলকে জয় এনে দেয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি। এছাড়া একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী।

ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই গোল হজম করে সেলেসাওরা। ভ্যালেন্তিনো অ্যাকুনার থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ইয়ান। এক মিনিট না যেতেই প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে পিছিয়ে দেন এচেভেরি।

লড়াইয়ে ফেরার বদলে উল্টো ১১তম মিনিটে নিজেরা নিজেদের সর্বনাশ করে বসে ব্রাজিল। ইগোর সেরেতোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০’তে।

বিরতির আগে অবশ্য সেলেসাওদের আর দুঃখ বাড়ায়নি জুনিয়র আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের যন্ত্রণা বাড়িয়ে দ্বিগুণ করেন এচেভেরিরা। ৫২তম মিনিটে রুবের্তো, ৫৪তম মিনিটে এচেভেরি আর ৭৮তম মিনিটে শেষ গোলটি করেন হিদালগো। দুদলের মধ্যে সমর্থকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করলেও ম্যাচটা ছিল একপেশে। ম্যাচ জুড়েই ছিল আলবিসেলেস্তেদের আধিপত্য।

চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে।

উল্লেখ্য, ব্রাজিলের পরবর্তী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায়। তার আড়াই ঘণ্টা পর কলম্বিয়ার মোকাবিলায় মাঠে নামবে মেসির উত্তরসূরিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category