চারদিকে কিসের এতো সুভাষ?
আহ!এ যেন প্রিয় রমজানের আবাস।
ধেয়ে আসছে রমজানের ঘ্রাণ
খুশিতে মেতে উঠেছে প্রতিটা মুসলিমের প্রাণ।
রমজান নিয়ে আসে হেদায়েতের নূর
আমাদের হৃদয়ের কুলষতা করে দেয় দূর।
রমজান মানে সবুর
ইবাদতে মশগুল থাকতে হবে প্রভুর।
রমজান মানে শান্তি
রমজানের আগমনে দূর হয়ে যায় এগারো মাসের ক্লান্তি।
সারাবছর শয়তান আটে ফন্দি
রমজান মাসে তাদের করা হয় বন্দী।
সারাদিন রোজা রেখে শরীর হয়ে যায় ক্লান্ত
ইফতারের পানি পান করার পর হৃদয় হয়ে যায় শান্ত।
রমজানের একমাস সিয়াম পালনের পরে
ঈদ উল্লাসে মেতে উঠে প্রতিটা মুসলিম ঘরে।
ফেরদৌসী আক্তার হিমি ✍️