রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বন্যঢ্য র‍্যালি

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

 ইকবাল হোসেন,  বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ: দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র‍্যালির মধ্যে দিয়ে ত্রিশাল উপজেলায় জাতীয়তাবাদী মৎসজীবি দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মৎস্যজীবি দলের নেতাকর্মী ও সমর্থকরা। উপজেলার দলিয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলার দলিয়া কার্যালয়ে নেতাকর্মীরা একটি আলোচনা সভার ও কেক কাটার আয়োজন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল উপজেলা শাখার সদস্য সচিব জহিরুল সাজ্জাত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল পৌর শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রোমান এর সঞ্চলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ময়মনসিংহ দঃ জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক উসামান গণি কুসুম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ময়মনসিংহ দঃ জেলা শাখার সদস্য সচিব হানিফ

উদ্দিন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল পৌর শাখার আহবায়ক তুষার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ সানি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব রাকিব হোসেন তরফদার,বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ত্রিশাল পৌর শাখার যুগ্ম আহবায়ক উদয় হোসেন পাঠান মৎস্যজীবী দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর প্রথমে ‘জেলে দল’ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ছত্র নারায়ণ দাস। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ‘জেলে দলের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com