অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার সকালে দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, শাহিদ রাজাই-তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী ভবনের জানালা ও ছাদ উড়ে যায়, বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কম্পন ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূর থেকেও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা শুরু হওয়ার সময় বন্দরের শহীদ রাজাই অংশে বিস্ফোরণটি ঘটে, তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরিশাহিদ রাজাইতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের কারণ ছিল কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক।
তবে, ইরানের একজন সরকারের মুখপাত্র বলেছেন, রাসায়নিকগুলো সম্ভবত বিস্ফোরণের কারণ হলেও এখনো সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে স্থলের আকাশপথের চিত্রে দেখা গেছে, অন্তত তিনটি স্থানে আগুন জ্বলছে।ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, আগুন এক কনটেইনার থেকে আরেকটিতে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশের সব স্কুল ও অফিস রোববার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।