শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ত্রিশালে বিষ প্রয়োগে মাছ নিধন

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈদের আনন্দে যখন চারদিকে খুশির জোয়ার, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী খারহর গ্রামের মোর্শেদুর রহমান কামালের বাড়িতে নেমে এসেছে নিদারুণ বিষাদ। কে বা কারা ঈদের আগের রাতে তার দুই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আট হাজার পাঙ্গাস ও কয়েক হাজার দেশীয় প্রজাতির মাছ মেরে ফেলেছে। যার বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।

দীর্ঘ ১৫ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন কামাল হোসেন। নিজের রোজগারের কষ্টার্জিত প্রায় আট লাখ টাকা বিনিয়োগ করে পুকুর দুটিতে মাছ চাষ করেছিলেন তিনি। লক্ষ্য ছিল ঈদের পরে মাছ বিক্রি করে সংসারে স্বচ্ছলতা আনা। প্রতিটি মাছ তখন গড়ে এক কেজি ওজনে পৌঁছেছিল। সবকিছুই প্রস্তুত ছিল বিক্রির জন্য।

কিন্তু শুক্রবার (৬ জুন) দিনগত রাতে এক নির্মম শত্রুতার শিকার হয়ে এক নিমিষেই সব কিছু ধ্বংস হয়ে যায়। পুকুরের পানিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে সমস্ত মাছ নিধন করে। চোখের সামনে ভেসে ওঠে মৃত মাছের স্তূপ। ঈদের দিন ভোরে কামাল ও তার পরিবার সেই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কামালের বৃদ্ধ মা মুর্শিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ”আজ একটা ঈদের দিন আমার ঘরে কেউ বাসিমুখ ভাঙেনি(খায়নি)। ১৫ বছর ধইরা আমার পুতে গার্মেন্টস কইরা দিনে-রাতে খাইট্টা অনেক কষ্টে এই ফিসারিডা করছিল। এহন আমার পুতে কি কইরা চলবো? আমহেগর কাছে আমি এইডার বিচার চাই।”

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন জানিয়ে ভুক্তভোগী মোর্শেদুর রহমান বলেন, ”আজকে ঈদের দিন। সবাই আনন্দ-ফুর্তি করতাছে। আর আমি আমার পরিবার ও প্রতিবেশী লোকজন নিয়া পুকুর থেকে মরা মাছ তুলতেছি। আমার জানামতে তো আমার কোনো শত্রু নাই। তাইলে কেডা আমার এই ক্ষতিটা করলো। দুই পুকুরে প্রায় দশ লাখ টাকার মাছ ছিল আমার। সব মইরা শেষ, ১৫ বছরের জমানো পুঁজি সব শেষ। যে আমার এই ক্ষতি করছে আমি তার বিচার চাই, আমার ক্ষতিপূরণ চাই।”

মোর্শেদুর রহমান কামালের স্ত্রী রিক্তা বেগম বলেন, “আমরা ভাবছিলাম এই ঈদে অনেক আনন্দ করবো। একটু ভালো খাবো, বাচ্চারা নতুন জামা পড়ে ঈদগাহে যাবে। এখন মনে হচ্ছে ঈদই আর আসেনি আমাদের ঘরে।”

স্থানীয় ইউপি সদস্য তাফাজ্জল হোসেন বলেন, “পোষাক শ্রমিক কামাল দীর্ঘদিনের জমানো টাকায় মাছ চাষ শুরু করেছিল। সে খুব সহজসরল একটা ছেলে। প্রায় দশ লাখ টাকার মাছ মরাতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেলো। যে এই ঘৃণ্য কাজ করেছে তাকে খোঁজে বের করে তার শাস্তি দাবি করছি।”

এদিকে এ ঘৃণ্য কাজে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এই জঘন্য ও হৃদয়বিদারক ঘটনার ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com