মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা ব্যাংক হলিডে মঙ্গলবার, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার কার্যক্রম নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে: অর্থ উপদেষ্টা ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ প্রথম বিয়ে নিয়ে আক্ষেপ ছিল শেফালীর
Headline
আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা ব্যাংক হলিডে মঙ্গলবার, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার কার্যক্রম নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে: অর্থ উপদেষ্টা ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ প্রথম বিয়ে নিয়ে আক্ষেপ ছিল শেফালীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে, ট্রাকের সাথে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতদের মধ্যে দুজন চিকিৎসক ছিলেন যাদের বাড়ি যশোরের সদর উপজেলায়। নিহতরা হলেন- জিল্লুর রহমান (৬৫), ডা. জালাল (৬৪), ডা. আ. হালিম (৫৫) ও ট্রাক হেলপার মো. হাসিব।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখীলেনে, সিংপাড়া- নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খুলনার যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্য-বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও দুজনের।

নিহতদের মধ্যে তিনজন বাস যাত্রী ও একজন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গুরুতর আহত আরও ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসের ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এক্সপ্রেসওয়েতে। অভিযুক্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে বাসের চালক ও হেলপার। আইনগত প্রক্রিয়ার শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের স্বজনদের কাছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। মাত্র অতিরিক্ত গতির কারণে, সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com