মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক হলিডে মঙ্গলবার, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার কার্যক্রম নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে: অর্থ উপদেষ্টা ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ প্রথম বিয়ে নিয়ে আক্ষেপ ছিল শেফালীর বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণের আদেশ স্থগিত উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩
Headline
ব্যাংক হলিডে মঙ্গলবার, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার কার্যক্রম নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে: অর্থ উপদেষ্টা ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’ প্রথম বিয়ে নিয়ে আক্ষেপ ছিল শেফালীর বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণের আদেশ স্থগিত উত্তরায় সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

প্রথম বিয়ে নিয়ে আক্ষেপ ছিল শেফালীর

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন

প্রথম সংসারে সুখ হয়নি, মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছিল শেফালী জারিওয়ালাকে। মৃত্যুর বেশ কয়েক বছর আগে এই কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন সদ্যপ্রয়াত অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে সেই সাক্ষাৎকারটি নতুন করে আলোচনায়। মাত্র ৪২-এ অকালে ঝরে যাওয়া শেফালী শারীরিক দিক থেকে অত্যাচারিত না হলেও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তার কথায়, মানসিক নির্যাতনও ভয়ংকর। প্রথম বিয়ে আমায় মানসিক ভাবে গুঁড়িয়ে দিয়েছিল।

‘মিত ব্রাদার্স’র জনপ্রিয় গায়ক জুটির অন্যতম হরমিত সিংহ। শেফালীও তখন মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ করে রাতারাতি জনপ্রিয়। প্রথম আলাপের পর প্রেম। ঘনিষ্ঠতা বাড়ায় ২০০৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন শেফালী ও হরমিত। প্রয়াত অভিনেত্রী পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই বিয়ে সুখের ছিল না। তার গায়ে কোনও দিন হাত তোলেননি হরমিত। কিন্তু মানসিক অত্যাচার করতেন। সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য তিনি।

শেফালী ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ভাগ্যিস নিজে উপার্জন করতাম। তাই এই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আমার মতো অনেক নারীই এভাবে দিনের পর দিন মুখ বুজে অত্যাচার সহ্য করেন। নিজের উপার্জন না থাকায় কোনও পদক্ষেপ করতে পারেন না।

অভিনেত্রী এ প্রসঙ্গ সমাজের দিকেও অভিযোগের আঙুল তুলেছিলেন। তার মতে, সমাজ কী বলবে, আশপাশের পরিচিতদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে- এই ভয় আচ্ছন্ন করে রাখে মেয়েদের। এমনকি উচ্চ শিক্ষিতরাও বিচ্ছেদ মানতে পারেন না। বিবাহবিচ্ছেদ হলে অন্য নজরে দেখা হয়। যে কারণে অনেকেই স্বামীর অত্যাচার সহ্য করে দিনের পর দিন সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন। তত দিনে ‘বিয়ে’ তাদের কাছে বোঝা হয়ে উঠেছে।

সেই সময় শেফালী নারীদের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ের পরামর্শ দিয়েছিলেন। প্রথম বিয়ে ভাঙার পর জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন। শোনা যায়, দ্বিতীয় বিয়েতে সুখী ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com