ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণকারী একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে পরিচিত জননেতা জাহিদ আমিন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে।
ময়মনসিংহ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে তার পথচলা শুরু হয়। এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের সময় “ছাত্র ঐক্য পরিষদ” এর ত্রিশাল উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি ত্রিশাল উপজেলা যুবদলের সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।
২০০২ সালে প্রথমবার ও ২০১৬ সালে দ্বিতীয়বার ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবার নতুন অধ্যায়ের সূচনা করেন তিনি। ওয়ান-ইলেভেনসহ নানা রাজনৈতিক সংকট ও দমন-পীড়নের সময়ে একাধিকবার মামলা, জেল ও নির্যাতনের শিকার হলেও জনগণের ভালোবাসা ও আস্থা তার প্রতি অটুট ছিল।
বর্তমানে তিনি ত্রিশাল উপজেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেতা জাহিদ আমিন একাধারে একজন সাহসী, সংগ্রামী ও বিশ্বস্ত নেতার প্রতিচ্ছবি যার রাজনৈতিক জীবন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য