বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০২ অপরাহ্ন

দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ভবনের বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, “আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। যারমধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।”

এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com