ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘বাস্তব পদক্ষেপ’ ঘোষণা করতে বিশ্বের ২০টিরও বেশি দেশ আজ জরুরি সম্মেলনে বসছে কলম্বিয়ার রাজধানী বোগোটায়।কূটনীতিকরা ‘মিডল ইস্ট আই’-কে এ খবর জানিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) শুরু হচ্ছে দুই দিনের এ সম্মেলন। ‘দ্য হেগ’ গ্রুপের সহ-সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে সম্মেলন আয়োজন করছে।
ইসরায়েল ও এর প্রভাবশালী মিত্রদের সৃষ্ট ‘দায়মুক্তির পরিবেশ’ মোকাবেলায় সমন্বিতভাবে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। হেগ গ্রুপ বর্তমানে ৮টি রাষ্ট্রের একটি জোট। গত ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসের হেগ শহরে এটি গঠিত হয়। আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলকে জবাবদিহি করার লক্ষ্য নিয়ে গ্রুপটি গঠিত হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা ‘মিডল ইস্ট আই’-কে বলেন, জানুয়ারিতে হেগ গ্রুপের গঠন ব্যতিক্রমবাদ ও আন্তর্জাতিক আইনের ব্যাপক ক্ষয়রোধে বৈশ্বিক প্রতিক্রিয়ায় এক মোড় পরিবর্তনের সূচনা করেছে। তিনি আরো বলেন, একই স্পৃহা মঙ্গলবার বোগোটা সম্মেলনে প্রাণসঞ্চার করবে। সেখানে জড়ো হওয়া দেশগুলো এই স্পষ্ট বার্তাই দেবে যে, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধের জবাবদিহি না হয়ে যাবে না।
হেগ গ্রুপের প্রতিষ্ঠাতা ৮টি দেশ হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। সম্মেলনে অংশ নেবে আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস, উরুগুয়ে ও ফিলিস্তিন।