ইকবাল হোসেন, ত্রিশাল সংবাদদাতা: ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় ত্রিশাল থানার এসআই মো. নাহিদ ইসলাম কে পুরস্কৃত করা হয়। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম নাহিদ ইসলামের হাতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার তুলে দেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমদ ও উর্ধতন কর্মকর্তাগণের নিক নির্দেশনায় এসআই মো. নাহিদ ইসলাম যোগদান করার পর থেকে মাদক, চোরাই মাল উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছে।
এসআই নাহিদ ইসলাম বলেন, যে কোন পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়, আগামীতে সেবার মান বাড়িয়ে পুলিশ এবং সেবা গ্রহিতার মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।