ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ তাদের মাকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় রেলওয়ে পুলিশ।গ্রেপ্তার নজরুল ইসলাম (৩৫) নেত্রকোনার কেন্দুয়া থানার সেনের বাজার এলাকায়। তিনি নিহত ময়না খাতুনের স্বামীর ছোট ভাই। জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির ইনচার্জ মো. এস আই নাদিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ওই ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে স্টেশনের ১নং প্লাটফর্মের ফুট ওভারব্রীজের নীচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অন্যত্র পালিয়ে যেতে এ জংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও জয়দেবপুর থানার অপর একটি হত্যা মামলায় নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে মুক্তিলাভ করে ভালুকায় তার বড় ভাইয়ের বাসায় বসবাস করত।
উল্লেখ্য, নেত্রকোনার সেনের বাজার এলাকার রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করেন। সোমবার সকালে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ইসলাম তালাবদ্ধ ঘরে তার স্ত্রী ময়না খাতুন (৩০) এবং দুই সন্তান রাইসা আক্তার (৪) ও মো. নীরব (২) এর গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ঘটনার পর হতে নজরুল পলাতক থাকে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।