অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরোনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। টলিউডে তো এরকম উদাহরণ অসংখ্য। মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায় পালন করছেন সংসদ সদস্যের দায়ত্ব। গুঞ্জন উঠেছে, এ তালিকায় নাম উঠছে ঋত্বিকা সেনের। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়তে যাচ্ছেন তিনি।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন ঋত্বিকা। জানিয়েছেন বিষয়টি গুজন। তার ভাষায়, এমনও দিন গেছে, দলের ৪০টি প্রচারে টানা যোগ দিয়েছি। মুখ্যমন্ত্রী যখন ডেকেছেন তখনই সাড়া দিয়েছি। ফলে সেই জায়গা থেকে এই ধরনের ভুয়া খবর ছড়িয়েছে।
এদিকে চাউর হয়েছে, আজ ২১ জুলাই নাকি দায়িত্বভার তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি হবেন তৃণমূলের নুতুন মুখ। তার কথায়, গুঞ্জন আমি ছড়াইনি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। ফলে কী করে জানব- কেন এ রকম গুঞ্জন বারবার ছড়াচ্ছে? অনেক দিন ধরে বড়পর্দায় অনিয়মিত ঋত্বিকা। মাঝে দক্ষিণী সিনেমায় দেখা গিয়েছিল। কাজ করেছেন সিরিজেও। বর্তমানে ব্যস্ত আছেন বিজ্ঞাপনের কাজে।