রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই যুবক আহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
( ২২ জুলাই) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কয়েকশত নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন ও তার সহযোগীরা মাহনা, গোলাকান্দাইল, সাওঘাট, আদুড়িয়া, ভুলতা এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে মাদক ব্যবসায় বাধা দেওয়া ও প্রতিবাদ করায় একই এলাকার রাহাত মোল্লা ও তৌহিদের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন সহ একদল সন্ত্রাসী রামদা, ক্ষুর, লোহার রড, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। রাহাত ও তৌহিদুল কে হত্যার উদ্দেশে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানান এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।