বিমানবন্দর থেকে বের হতেই রাজধানীতে ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। প্রবাসীর পরিবারটির কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনানী থানার পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে বনানী থানায় মামলা করেছে প্রবাসীর পরিবার। তবে ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তাই তারা এখনও ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের কবলে পড়া প্রবাসীর পরিবারের বরাত দিয়ে বনানী থানার পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে। এই ঘটনায় মামলা হয়েছে নিশ্চিত করে পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।