রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়েছে বলে জানিয়েছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূকম্প ও টেকটনিকস বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিসজেউস্কি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.৮, যা একে ২০১০ সালের চিলির বায়োবিও প্রদেশের ভূমিকম্প এবং ১৯০৬ সালের ইকুয়েডরের এসমেরালদাস ভূমিকম্পের সঙ্গে এক সারিতে নিয়ে আসে।
চিলির ভূমিকম্প সম্পর্কে (ইউএসজিএস) বলেছে, ‘চিলির কিরিহু শহরের উপকূলের কাছে আঘাত হানা এই প্রচণ্ড ভূমিকম্পে ৫২৩ জন নিহত হন এবং ৩,৭০,০০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।’
ইকুয়েডরের ভূমিকম্পটি ‘ইকুয়েডর-কলম্বিয়া ভূমিকম্প’ নামে পরিচিত এবং এটি একটি বিশাল সুনামির সৃষ্টি করেছিল, যা ১,৫০০ জনকে হত্যা করে এবং উত্তরের সান ফ্রান্সিসকো পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন দেখা যায়, ইতিহাসের পঞ্চম শক্তিশালী ভূমিকম্পটিও আজকের মতোই রাশিয়ার কামচাটকা অঞ্চলে ঘটেছিল। সেটি ছিল ১৯৫২ সালে এবং এটিই ছিল বিশ্বের প্রথম রেকর্ডকৃত ৯ মাত্রার ভূমিকম্প।
ওই ভূমিকম্প একটি বিশাল সুনামির সৃষ্টি করেছিল, যা হাওয়াই দ্বীপে আঘাত হানে এবং এক মিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি ঘটায়।
সূত্র: সিএনএন নিউজ।