শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান: স্বীকৃতি পেলেন সেনাসদস্যরা আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান শাহবাগে ৭ ঘণ্টার টানা অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভাঙচুরের অভিযোগ অসুস্থ ও অসহায় সাংবাদিকদের আপনজন ছিলেন সাঈদুর রহমান রিমন ব্রেস্ট সার্জারি করার পরামর্শ, পরিচালকের কথায় চমকে যান শোলাঙ্কি নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব জরুরি অবস্থা তুলে নিলো মিয়ানমার, ডিসেম্বরে নির্বাচন ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Headline
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান: স্বীকৃতি পেলেন সেনাসদস্যরা আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান শাহবাগে ৭ ঘণ্টার টানা অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভাঙচুরের অভিযোগ অসুস্থ ও অসহায় সাংবাদিকদের আপনজন ছিলেন সাঈদুর রহমান রিমন ব্রেস্ট সার্জারি করার পরামর্শ, পরিচালকের কথায় চমকে যান শোলাঙ্কি নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব জরুরি অবস্থা তুলে নিলো মিয়ানমার, ডিসেম্বরে নির্বাচন ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জরুরি অবস্থা তুলে নিলো মিয়ানমার, ডিসেম্বরে নির্বাচন

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: দেশজুড়ে দীর্ঘ সময় ধরে চলা জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির জান্তা সরকার জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরিকল্পনাও জোরদার করা হয়েছে। তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের প্রতিশ্রুতি দিয়েছে এবং পর্যবেক্ষকরা বলছেন, সামরিক বাহিনীর ক্ষমতা সুসংহত করার জন্য নির্বাচন প্রক্রিয়াকে ব্যবহার করা হতে পারে। খবর এএফপির।

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে। এর ফলে বহুমুখী গৃহযুদ্ধ শুরু হয় যা হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে। জরুরি অবস্থা তুলে নেওয়ার আদেশ জারি করেছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। তিনি সম্প্রতি নির্বাচনকে সংঘাতের অবসানের একটি উপায় হিসেবে তুলে ধরেছেন।

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন আইনপ্রণেতাসহ বিরোধী দলগুলো আসন্ন নির্বাচনকে প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছে। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। সে সময় সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ভূমিধস জয়লাভ করে। বর্তমানে তিনি এবং অন্যান্য শীর্ষ নেতারা কারাগারে বন্দী রয়েছেন।

সাংবাদিকদের কাছে পাঠানো এক ভয়েস বার্তায় জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেন, বহুদলীয় গণতন্ত্রের পথে দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য জরুরি অবস্থা আজ থেকে বাতিল করা হলো। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com