ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে “এক নামে তিন বরাদ্দ, কাজ না করেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রতিবেদন” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ সংলগ্ন সরকারি অর্থায়নে নির্মাণাধীন মসজিদের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্যবিহীন বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজে বেঘাত ঘটানোর ঘৃন্য মনোভাপন্ন সংবাদ প্রকাশের অভিযোগ এনে (রংধনু টিভি, আজকের পত্রিকা, স্বদেশ প্রতিদিন, সময়ের আলো) এবং সাংবাদিকদের বিরুদ্ধে এলাকাবাসীর ব্যানারে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করে করা হয়েছে। চক পাঁচপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও ভিক্ষোব অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, সম্পুর্ণ কাজটি সরকারি বরাদ্দে হচ্ছে, এলাকাবাসীর কোন অর্থায়ন নেই। ঠিকাদারের গাফিলাতির জন্য কাজ ধীর গতিতে হচ্ছে। গরমের মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করতে খুব কষ্ট হয়। দ্রুত কাজটি সম্পন্ন করা দাবি।
প্রতিবাদ বক্তব্য রাখেন, চক পাঁচপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মসজিদের ইমাম সায়েখ কামরুল হাসান, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, সদস্য সাইফুল ইসলাম, আব্দুল আউয়াল, আতাউর রহমান, মাঈন উদ্দিন, শফিউল্লাহ মানিক, হাবিবুল্লাহ, নাজমুল হোসেন, আব্দুল কাদের, আব্দুল হান্নান, আজহারুল ইসলাম সোহেল, হারুন অর রাশদ, রাসেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, দৈনিক আজকের পত্রিকায় গত ৩০ জুলাই “এক মসজিদে ৩ নামে বরাদ্দ, অর্থ আত্মসাৎ” দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকায় “সরকারি অর্থের অপচয়, এক মসজিদের নামে তিন প্রকল্পে বরাদ্দ কোটি টাকা” ও দৈনিক সময়ের আলো পত্রিকায় গত ১ আগস্ট “এক নামে তিন বরাদ্দ কাজ না করেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রতিবেদন” শিরোনামে ত্রিশাল চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ সংলগ্ন সরকারি অর্থায়নে নির্মাণাধীন মসজিদের প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশিত হয়।