মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শাহবাগে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।

‘স্বৈরাচার নিপাত যাক’; খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ শাহবাগ মোড়ে এমন সব স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সকালেই শাহবাগের সমাবেশে এসেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর জেলা ছাত্রদল নেতা রিফাত বলেন, নেতাকর্মীদের চাঙা রাখতে আমরা বার বার স্লোগান দিচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা ২৪ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলনে যুক্ত ছিল।

কুষ্টিয়ায় থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে স্লোগান দিয়ে যাচ্ছি। স্লোগান একজন নেতা বা কর্মীর এনার্জি বাড়ায়। সমাবেশ শেষ পর্যন্ত স্লোগান চালিয়ে যাবো।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং স্বৈরাচারবিরোধী লড়াইয়ে ছাত্রসমাজের দৃপ্ত পদচারণার প্রতীক। স্লোগান ও একাত্মতার এই চিত্র সেই বার্তাই দিচ্ছে। আমরা ২৪ এর জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছি। সেই লড়াইয়ের বর্ষপূর্তি উদযাপনে আজ এখানে এসেছি।

এদিকে নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com