বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা : টিআইবি

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন

সরকার পতনের পর গত ১১ মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ পুলিশ সদস্যকে, যাদের মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৬১ জন।সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণায় বলা হয়, পুলিশ সদস্যদের বিরুদ্ধে কিছু বিভাগীয় পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর জবাবদিহিতে সরকার সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখিয়েছে।টিআইবির ফেলো শাহজাদা এম আকরম জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪) হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া ১ হাজার ৬০২টি মামলার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। এতে সাবেক সরকারের মন্ত্রী-সাংসদসহ প্রায় ৮৭ জন গ্রেপ্তার হয়েছেন।

তিনি বলেন, এসব মামলার প্রায় ৭০ শতাংশে তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে ২৭টি মামলা গ্রহণ করেছে এবং ৪২৯টি অভিযোগ রেকর্ড হয়েছে। শেখ হাসিনাসহ ২০৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে, যাদের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com