ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে প্রশিক্ষণের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম বলেন, আগামী সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের স্কুলও সেই মেলায় অংশগ্রহণ করবে। এর আগাম প্রস্তুতি হিসেবে স্কুলের ৩য় তলায় বিজ্ঞানাগারে প্রশিক্ষণ চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারে ফ্লাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তখন শিক্ষার্থীরা একটি বোতলে থাকা কেরোসিনকে পানি ভেবে আগুনের মধ্যে ঢেলে দেয়। এতে আগুন কিছুটা বেড়ে ধোঁয়ার তৈরি হয়। পরে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি জানান, জরুরি বিভাগে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে ও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম জানান, এই ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হবে। কারও কোনো গাফেলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।