বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে প্রশাসনের কাছ থেকে জোড়পূর্বক ড্রেজার ছিনিয়ে নেয়ার অভিযোগ সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট দিলো পুলিশ আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা বিকেলে সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা ডাকসু নির্বাচন হবে, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত অন্তর্র্বতী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে প্রশাসনের কাছ থেকে জোড়পূর্বক ড্রেজার ছিনিয়ে নেয়ার অভিযোগ সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট দিলো পুলিশ আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি বিচারকাজ দ্রুত শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা বিকেলে সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা গাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা ডাকসু নির্বাচন হবে, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত অন্তর্র্বতী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৭

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। গ্রেপ্তাররা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি বলেন, হত্যারহস্য উদঘাটন করতে আজ শনিবার তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি, দ্রুত এই মামলার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। এছাড়া অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, শনিবার সকালে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী পরে গভীর রাতে একাধিক অভিযানে এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com