বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

২ বছর ধরে সম্পর্কে রয়েছেন জয়া, তবে বিয়ের জন্য প্রস্তুত নন

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

দুই বাংলার সমান জনপ্রিয় মুখ জয়া আহসান। সম্প্রতি শেষ করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। এছাড়া, এই অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায়। কলকাতার একটি বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেসের সঙ্গে জয়া কথা বলেছেন তার হাতের সাম্প্রতিক কাজ নিয়ে। জানিয়েছেন দুই বাংলাতে তার কাজের অভিজ্ঞতার কথা। কথায় কথায় কাজের পাশাপাশি উঠে এসেছে ব্যক্তিগত কিছু তথ্যও।

অবসর সময়ে কী করেন জয়া, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী হেসে বলেন, আমার আবার ফ্রি টাইম কোথায়! তবে জানান, প্রকৃতির সান্নিধ্যে থাকতে খুব পছন্দ করেন। বাসায় টবে মিষ্টি আলু থেকে শুরু করে নানা রকম শাকসবজিও নিজে হাতে রোপন করেন তিনি।

সামাজিকমাধ্যমে কমেন্ট বক্সে ভালোবাসা জানানোর পাশাপাশি অনেকে ঘৃণা ছড়ায়। এটা তিনি কীভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে জয়া বলেনু এটা আসলে তাদের দুর্ভাগ্য যে, তারা এটা (ঘৃণা) ছড়াচ্ছে। আমি ভীষণ কাজে বিশ্বাসী। তারা তাদের কাজ করে যাচ্ছে আমি আমারটা।

জীবনে বিশেষ কেউ আছে কিনা জানতে চাওয়া হলে তিনি রাখঢাক না করে হাসতে হাসতে জানিয়ে দেন, অবশ্যই আছে। মানুষ তো একা বাঁচতে পারে না। জয়া আরও জানান, সেই মানুষটি অভিনয় জগতের কেউ নন। গত ২ বছর ধরে তারা এক সঙ্গে রয়েছেন।

তার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন কিনা জানতে চাওয়া হলে এই অভিনেত্রী বলেন, এ ব্যাপারে আদতে কিছু জানেন না। বিবাহিত সম্পর্ককে তিনি খুব শ্রদ্ধা করেন তবে এখনও এ ব্যাপারে কিছু চিন্তা করেননি।

অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে এমন হতে পারে কিনা জানতে চাইলে জয়া সম্ভাবনার কথা উড়িয়ে না দিয়ে বলেন, হতেই পারে এমন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com