ক্রাইম রিপোর্টার : আজ সন্ধার বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রত্নপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল এর স্ত্রী মাদক ব্যবসায়ী লিজা বেগমকে(৩৫) নারীকে নকুল বৌরাগীর ছেলে নিরব বৌরাগীকে ও গোপন তথ্যের মাধ্যমের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলামের নির্দেশনায় আগৈলঝাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন ফোর্স নিয়ে অভিযানে মাদক ব্যবসায়ী লিজা বেগমকে (৩৫) গ্রেপ্তার অভিযান সফল হন। নারী ব্যাবসায়ী সাথে থাকা ৮ পিস ইয়াবা উদ্ধার করেন ।
এ সময় এলাকাবাসীর শাস্তির দাবি জানায়।(৩৫) লিজা বেগম ও তার স্বামী আসাদুল দুজনেই ইয়াবা ব্যবসার সাথে অনেক দিন ধরে জড়িত তারা বছরের পর বছর ধরে রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।