হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ আগুন লাগার ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি বাসে গ্যাস রিফিল করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে বাসে আগুন লেগে পাশে থাকা ৯টি অটোরিকশা পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটি।