রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব হাসান ওরফে ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার গভীর রাতে নগরীর ভদ্রা হজের মোড় এলাকার ভাড়া বাসা থেকে তাকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক উপ-পরিদর্শক (এসআই)। গত বছরের ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকারের দায়ের করা একটি মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলাটি গত বছরের ২২ আগস্ট দায়ের করা হয়।
এছাড়া, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও নানা ধরনের হয়রানির অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।